প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে আল-আহলি আরব হাসপাতালের একজন ডাক্তারও রয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ২৪৪ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিরা