প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে থাইল্যান্ড থেকে তোলা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের তাক প্রদেশে একটি বার্ষিক উৎসবে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন। দুইজন সন্দেহভাজন ব্যক্তিতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
অ্যাসোসিয়েশন অব দ্য উমফ্যাং রেসকিউ গ্রুপস জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে দেশটির মিয়ানমার সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে বার্ষিক উৎসবে একটি বহিরঙ্গন পারফরম্যান্সের সময় ভিড়ের মধ্যে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করা হযয়েছে।
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এ বোমা বিস্ফোরণে অন্তত ৪৮ জন আহত হয়েছেন। তদন্ত চলমান থাকায় পুলিশ এখনও সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।
স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরণের আগে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে মারামারি চলছিল। তবে কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকি ছিল না। বার্তা সংস্থা এপিকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং।
থানাথিপ সাওয়াংসাং আরও জানিয়েছেন, বিস্ফোরক ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা ছিল। ফরেনসিক প্রমাণে এমনটাই দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সরকারের মুখপাত্র জিরায়ু হুংপসাপ জানিয়েছেন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে দ্রুত ঘটনার তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পায়েতংটার্ন। পাশাপাশি তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন সব উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।