প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:১৩ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:১৩ এএম
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের সম্মুখীন হতে যাচ্ছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) এই ভোট অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ইউন দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। যার ফলে কয়েক ঘণ্টার মাথায় পরদিন সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।
প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির এই চেষ্টার জন্য বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত ৭ ডিসেম্বর বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি) তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। কেননা তখন ইউনের দলের সদস্যরা ভোট বয়কট করেছিলেন। প্রথম অভিশংসন চেষ্টা ব্যর্থ হওয়ায় বিরোধী দলগুলো এক সপ্তাহের অন্তরে আবারো অভিশংসন ভোটের আয়োজন করছে।
সূত্র : রয়টার্স