প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬ পিএম
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির কারেকশনাল সার্ভিসের প্রধান এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যম সিএনএন ও আলজাজিরার প্রতিবেদনেও এ বিষয়ে জানানো হয়েছে।
কোরিয়া কারেকশনাল সার্ভিসের কমিশনার জেনারেল শিন ইয়ং-হে জানিয়েছেন, মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে কিম এ আত্মহত্যার চেষ্টা করেন।
৩ ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটিতে সামরিক আইন জারি করেন। এতে জনরোষের মুখে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ইউনের এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তার সিদ্ধান্ত পাল্টানোর পক্ষে ভোট দেয়। ফলে কয়েক ঘণ্টার মাথায় পরদিন সকালে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।
ইউনকে সামরিক আইন জারির পরামর্শ দেওয়া ও পার্লামেন্টে সেনা পাঠানোর জন্য কিমকে দোষারোপ করা হয়। আর এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পদত্যাগ করেন তিনি।
সূত্র : সিএনএন