× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে আরএসএফের হামলায় নিহত ৬৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের উত্তরে ওমদুরমান শহরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) আর্টিলারি হামলায় অন্তত ৬৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে খার্তুম রাজ্য সরকার জানিয়েছে।

বুধবার সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

খার্তুম রাজ্যের প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, ‘আজ (মঙ্গলবার) কারারি এলাকায় নাগরিকদের লক্ষ করে কামানের গোলাবর্ষণের মাধ্যমে সবচেয়ে বড় মানব হত্যাযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসী মিলিশিয়ারা। এতে ৬৫ জনের বেশি মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছে, যারা হাসপাতালে ভিড় করেছিল।’

বিবৃতিতে জানানো হয়েছে, খার্তুম রাজ্যের গভর্নর আহমদ ওসমান হামজা যেসব এলাকা লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে সে এলাকাগুলো পরিদর্শন করেছেন। এর মধ্যে উত্তর ওমদুরমানের কারারি এলাকার বাস স্টেশনও রয়েছে। এ বাস স্টেশনে একটি যাত্রীবাহী বাসে আরএসএফের গোলাবর্ষণে অন্তত ২২ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আর বাকিরা বাস স্টেশনটির কাছে একটি বাজার ও একটি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ করে আরএসএফের একযোগে গোলাবর্ষণে নিহত হয়েছে।

অরক্ষিত নাগরিকদের লক্ষ্যবস্তু করায় আরএসএফের নিন্দা করে রাজ্যটির গভর্নর বলেছেন, ‘এ হামলার লক্ষ্য নাগরিকদের আতঙ্কিত করা ও ভয় দেখানো, যাতে তারা নিরাপদ এলাকা ছেড়ে চলে যায়।’

আরএসএফ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা