× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরদোয়ানের ভাষণে বাধা দেওয়ায় ৯ জন কারাগারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ভাষণ বিঘ্নিত করার দায়ে নয়জন বিক্ষোভকারীকে কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননা ও বেআইনি সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার ফিলিস্তিনপন্থি বক্তব্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। প্রকাশ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।

গত শুক্রবার টেলিভিশনে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। সে সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে ‘জাহাজে করে গাজায় বোমা নেওয়া হচ্ছে’, ‘গণহত্যায় ইন্ধন দেওয়া বন্ধ করো’ এ ধরনের স্লোগান দেন।

এরদোয়ান বিক্ষোভকারীদের ইহুদিবাদীদের মুখপাত্রতে পরিণত না হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

তিনি বিক্ষোভকারীদের অভিযোগের তীব্র জবাব দিয়েছেন। বলেছেন, ‘বিশ্বব্যাপী ইহুদিবাদীরা খুব ভালো করেই জানে তায়েপ এরদোয়ানের অবস্থান কোথায়। কিন্তু মনে হচ্ছে আপনারা এখনও তা বুঝতে পারেননি।’

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা