প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
সুখবীর সিং বাদল। ছবি : সংগৃহীত
শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘আকাল তখত’ ভারতের পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও শিরোমণি আকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদলসহ দলটির বেশ কয়েক নেতাকে সাজা দিয়েছে। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবে ক্ষমতায় ছিল এসএডি। সে সময় সরকারের করা ‘ভুলের’ জন্য তাদের ভিন্ন ভিন্ন সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) এসএডি নেতাদের সাজা দেয় আকাল তখত। সে অনুযায়ী, সুখবীর সিং বাদল ও রাজ্যসভার সাবেক সদস্য সুখদেব সিং ধিন্দসাকে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির পাহারা দিতে হবে। গতকাল মঙ্গলবার পাহারা দেওয়া শুরুও করেছেন সুখবীর সিং। এ ছাড়া সুখবীর সিং ও দলের অন্যদের স্বর্ণমন্দিরের শৌচাগার পরিষ্কার, রান্নাঘরের কাজ এবং শিখদের নানা ধর্মীয় আচার পালন করতে হবে।
সুখবীর সিংয়ের পায়ের হাড়ে ব্যথা থাকায় তাকে স্বর্ণমন্দিরের বাইরে এক জায়গায় বসে পাহারা দেওয়ার অনুমতি দিয়েছেন আকাল তখতের ঝাঠেদার জ্ঞানী রাঘবীর সিং। আর সুখদেব সিংকে পাহারা দিতে হলেও শৌচাগার পরিষ্কার করা লাগবে না। দুই দিন স্বর্ণমন্দির পাহারা দেবেন এ দুজন। এ সময় তাদের মন্দিরের কর্মীদের পোশাক পরতে হবে এবং হাতে একটি করে বর্শা রাখতে হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস