× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি-নাদাইতওয়াহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭ এএম

নেতাম্বো নান্দি-নাদাইতওয়াহ। ছবি : সংগৃহীত

নেতাম্বো নান্দি-নাদাইতওয়াহ। ছবি : সংগৃহীত

নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন সোয়াপো পার্টির নেতা নেতাম্বো নান্দি-নাদাইতওয়াহ। তিনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। বুধবার (৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

নামিবিয়ার নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট বৈধ ভোটের ৫৭ শতাংশ পেয়েছেন নান্দি-নাদাইতওয়াহ। জয় নিশ্চিত করতে তার ভোটের প্রয়োজন ছিল ৫০ শতাংশের বেশি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘোষণার পর নান্দি-নাদাইওয়াহ বলছেন, ‘নাবিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছে।’

৭২ বছর বয়সি নান্দি-নাদাইতওয়াহ বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৬০-এর দশকে সোয়াপোতে যোগ দেন। তখন দলটি স্বাধীনতার জন্য লড়াই করছিল। ১৯৯০ সালে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা অর্জন করে নামিবিয়া। আর এ স্বাধীনতা অর্জনে দেশটিকে নেতৃত্ব দিয়েছিল সোয়াপো পার্টি। তখন থেকে ক্ষমতায় আছে এ রাজনৈতিক দলটি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি-নাদাইতওয়াহর জয় এ দলের ক্ষমতা ৩৪ বছরের বেশি সময়ের জন্য দীর্ঘায়িত করবে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা