প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৭ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২ পিএম
ক্যাশ প্যাটেল। ছবি : সংগৃহীত
এফবিআইয়ের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও অনুগত ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোল্ড ট্রাম্প। রবিবার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তিনি চান তার অনুগত ক্যাশ প্যাটেল এফবিআইয়ের নেতৃত্ব দিক। এর মাধ্যমে তিনি ব্যুরোর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রেকে বহিষ্কার করার প্রতি ইঙ্গিত দিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের উপদেষ্টার ছিলেন প্যাটেল।
গত সেপ্টেম্বরে রক্ষণশীল শন রায়ান শোতে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল বলেছিলেন,‘ এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি এ বিষয়টি পরিবর্তন করব। প্রথমদিনই এফবিআইর হুভার ভবনটি বন্ধ করে দেব। আর পরের দিন ডিপ স্টেটের জাদুঘর হিসেবে এটিকে নতুন করে খুলব।’
তিনি আরও জানিয়েছিলেন, তিনি ওই ভবনের ৭ হাজার কর্মীকে বের করে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করবেন। আর তাদেরকে পুলিশ হতে বলবেন। পুলিশের মতো অপরাধী ধরতে বলবেন।
২০১৭ সালে ১০ বছরের জন্য এফবিআইয়ের পরিচালকের দায়িত্ব পান ক্রিস্টোফার রে। যার মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। তবে ট্রাম্পের নতুন মনোনয়নের সিদ্ধানোতর কারণে তাকে পদত্যাগ করতে হবে। আর তা না হলে তাকে চাকরিচ্যুত করা হবে।