প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৪১ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সংঘাতে আরও ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সুন্নি ও ১১ জন শিয়া। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৩০ নভেম্বর) দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ নিয়ে গত ১০ দিন ধরে দেশটিতে সহিংসতা চলছে। নতুন সংঘাতের পর মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। আহত হয়েছেন আরও ১৭৮ জন।
কুররাম অঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পেড়েছে। সেখানে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক ক্রমাগত বন্ধ থাকায় দৈনন্দিন জীবন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানিয়েছেন, অঞ্চলটিতে যুদ্ধরত উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন,‘যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হবে ও পরিবহন রুটগুলো পুনরায় চালু করা যাবে বলে আমরা আশাবাদী।’
পাকিস্তান একটি মুসলিম দেশ। যেখানে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় শিয়া অধ্যুষিত জনগোষ্ঠীর সংখ্যা বেশি। আর কয়েক দশক ধরে এ সম্প্রদায়গুলো সুন্নি মুসলিমদের সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষে লিপ্ত রয়েছে।
সূত্র : জিও নিউজ, দ্য ইকোনোমিক টাইমস