প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৪৪ পিএম
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি গুরুত্বসহকারে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (৩০ নভেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
প্রিন্স এডওয়ার্স আইল্যান্ডে ট্রুডো বলেছেন, ‘একটি বিষয় বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে, ট্রাম্প যখন এ ধরনের বিবৃতি দেন, তখন তিনি তা বাস্তবায়নের পরিকল্পনা করেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
ট্রুডো বলেন, ‘আসলে তিনি শুধু কানাডিয়ানদের ক্ষতি করবেন না। তিনি আসলে আমেরিকার নাগরিকদের জন্য দাম বাড়াবেন (নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের)। পাশাপাশি তিনি আমেরিকার শিল্প ও ব্যবসা ক্ষতিগ্রস্ত করবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে কানাডা যে পদ্ধতিতে তার সঙ্গে কাজ করেছিল, তার সঙ্গে কাজ করার ক্ষেত্রে এবারও কানাডা সেই একই পন্থা অবলম্বন করতে পারে।
সোমবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার দুই প্রধান বাণিজ্য অংশীদার মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। মেক্সিকো ও কানাডা তাদের অভিবাসন বা মাদক পাচারের মতো বিষয়গুলো সমাধান না করলে এ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প এ দু্ই দেশের পাশাপাশি চীনের ওপরও শুল্ক আরোপের কথা বলেছেন। তিনি আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফেরার প্রথম দিনই এ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন।
সূত্র : সিনহুয়া