× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন হিজবুল্লাহপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১২:১০ পিএম

হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্মত যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। শুক্রবার (২৯ নভেম্বর) কাতারভিত্তকি সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

তিন দিন আগে বুধবার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার টেলিভিশনে দেওয়া প্রথম ভাষণে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কসেম এ প্রসঙ্গে জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে ‘সমস্যা বা মতবিরোধের’ কথা কল্পনা করেন না তিনি।

কাসেম বলেছেন, ‘চুক্তির অঙ্গীকার বাস্তবায়নে হিজবুল্লাহ ও লেবানন সেনাবাহিনীর মধ্যে সমন্বয় উচ্চ পর্যায়ে থাকবে। লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব।’

লেবানন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন, ‘শত্রুদের লেবাননের দুর্বলতার সুযোগ নেওয়া থেকে ঠেকাতে আমাদের অংশীদারদের; প্রথম ও সর্বাগ্রে সেনাবাহিনীকে (লেবাননের) সঙ্গে নিয়ে আমাদের প্রতিরোধব্যবস্থা প্রস্তুত থাকবে।’

নিরাপত্তাসূত্র ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবানন সেনাবহিনী দেশটির দক্ষিণাঞ্চলে কিছু সেনা পাঠিয়েছে। তা ছাড়া তারা সেনাবহিনী মোতায়েনের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে; যা লেবানন মন্ত্রিসভার কাছে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েল ৬০ দিন সময় পাবে। তাই ধারণা করা হচ্ছে, এটি দক্ষিণাঞ্চলে লেবানন সেনাবাহিনীর বৃহত্তর মোতায়েনকে বিলম্বিত করতে পারে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা