প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৫৭ এএম
উগান্ডা রেড ক্রস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উগান্ডার পূর্বাঞ্চলীয় বুলামবুলি জেলা থেকে তোলা। ছবি : সংগৃহীত
উগান্ডার পূর্বাঞ্চলীয় বুলামবুলি জেলায় ছয়টি গ্রামের ৪০ টি বাড়ি ভূমিধসে মাটিচাপা পড়েছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটির এক কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন।
বুলামবুলির সহকারী প্রধান প্রশাসনিক কর্মকর্তা রমজান তাওয়ালা টেলিফোনে সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, বুধবার রাতে তিনটি সাব-কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটেছে। কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০টি বাড়ি মাটি চাপা পড়েছে।
তাওয়ালা বলেছেন,‘আজ সকালে নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসিন্দারা এখনো মাটি খুড়ঁছেন। ভূমিধসে অনেক বাড়ি মাটি চাপা পড়েছে। তাই আরও মরদেহ উদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।’
তিনি আরও বলেন,‘আমরা আশা করছি সরকার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান ও উদ্ধার দল পাঠাবে। একইসঙ্গে খাদ্য ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রের মতো মানবিক সহায়তাও পাঠাবে।’
পরবর্তীতে উগান্ডা রেড ক্রস সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছাতে পারে।
সূত্র : সিনহুয়া, এপি