× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ‘ব্যাপক’ হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দ্বিতীয় বৃহৎ হামলা চালিয়েছে রশিয়া। যার ফলে দেশটির পশ্চিমাঞ্চলের তিনিটি অঞ্চলের অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন। 

দেশটিতে রাতভর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। দেশজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পূর্বাঞ্চলীয় খারকিভ থেকে পশ্চিমের লুটস্ক ও দক্ষিণের ওডেসা থেকে এখনো বিস্ফোরণের খবর আসছে।  

সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন,‘ ফের একবার শত্রুর ব্যাপক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জ্বালানি অবকাঠামো।’ 

এ হামলার কারণে ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। 

দেশটির শীর্ষ বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ, ওডেসা, নিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রটের প্রভাব পড়েছে।

এর আগেও রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোতে ১০ টি বড় ধরনের হামলা চালিয়েছে। যাতে জ্বালানি ব্যবস্থা বিপর্যস্ত হয় ও শীতের সময় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা তৈরি হয়। 

বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে রুশ হামলার সময় সেখানকার গভর্নর ওলেকজান্ডার কোভাল জানিয়েছেন, ২ লাখ ৮০ হাজার গ্রাহক বিদ্যূৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি পানি সরবরাহে বিঘ্ন ঘটার কথাও জানিয়েছেন। তবে, ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।   

পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কের মেয়র জানিয়েছেন,রাশিয়ার কয়েক দফার হামলার পর অঞ্চলটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিষেবাগুলো বিকল্প শক্তির উৎসের সঙ্গে পানি ও গরম করার অবকাঠামোকে যুক্ত করতে কাজ করছে। 

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, শহরটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।      

সূত্র : রয়টার্স, বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা