প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদে হওয়া বিক্ষোভে তার প্রায় ১ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদের পুলিশ প্রধান একথা জানিয়েছেন।
ইমরানের সহযোগীরা অভিযোগ করেছেন,ইসলামাদের কেন্দ্রস্থলে যখন পুলিশ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তখন শত শত লোক গুলিবিদ্ধ হয়েছে। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ না দিয়েই এ অভিযোগ করেছেন। এ বিক্ষোভে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।
গত রবিবার (২৪ নভেম্বর) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। যা মঙ্গলবার রাতে রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। গত তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল পাকিস্তান।
বুধবার দমন-পীড়ন অভিযানের সময় গোলাবারুদ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন রাজধানীর পুলিশ প্রধান আলী রিজভি। তিনি জানিয়েছে,মঙ্গলবারের অভিযানে ৬০০ বিক্ষোভকারীকে গ্র্রেপ্তার করা হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া তিনদিনের বিক্ষোভে মোট ৯৫৪ বিক্ষোভকারী আটক হয়েছে।
সূত্র : রয়টার্স