প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১১:৫০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম
হুমকির শিকারদের মধ্যে লরি শ্যাভেজ-ডেরেমার (বাঁ দিক থেকে), লি জেলডিন ও এলিস স্টেফানিকও আছেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য মনোনীত বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার হোয়াইট হাউসের জন্য মনোনীত কয়েকজনও বোমা হামলার হুমকির শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
এফবিআই জানিয়েছে,তারা ‘অসংখ্য বোমা হামলার হুমকি’ ও ‘সোয়াটিং ঘটনা’ সম্পর্কে অবগত। ভুয়া ফোনকলের মাধ্যমে হুমকির শিকারের বাড়িতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম বিভাগের পাশাপাশি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে ট্রাম্পের বেছে নেওয়া অন্তত নয়জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ও বুধবার এ হুমকি দেওয়ার ঘটনাগুলো ঘটেছে। দেশটির পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত জানিয়েছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
তবে এফবিআই ও ক্যারোলিন লেভিত বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।