ট্রাম্পের শুল্ক আরোপের প্রস্তাব
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১১:২৯ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর যে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের ৪ লাখ আঞ্চলিক চাকরিকে হুমকির মুখে ফেলতে পারে। পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও তৈরি করতে পারে। মেক্সিকান রিপাবলিকের এমপ্লয়ার্স কনফেডারেশন (কোপারমেক্স) বুধবার (২৭ নভেম্বর) এ হুঁশিয়ারি দিয়েছে।
কোপারমেক্স জানিয়েছে, ট্রাম্পের বারবার শুল্ক নিয়ে হুমকি দেওয়ার বিষয়টি এ অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) ‘সহযোগিতা ও বোঝাপড়ার চেতনার প্রতি সরাসরি চ্যালেঞ্জও’ সৃষ্টি করবে।
কোপারমেক্স আরও জানিয়েছে, শুল্ক হুমকি এ তিন দেশের মধ্যে বাণিজ্যের ওপর নির্ভরশীল ‘কৌশলগত খাতে অনিশ্চয়তা তৈরি করেছে ও লাখ লাখ চাকরি ঝুঁকিতে ফেলেছে’।
বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, ট্রাম্প যদি তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে মেক্সিকো এর প্রতিশোধ নেবে।
শেইনবাউমের সরকার শুল্ক আরোপের বিষয়ে সতর্ক করে জানিয়েছে, ট্রাম্পের এ পদক্ষেপের ফলে ৪ লাখ মার্কিন চাকরি হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য পণ্যের দাম বেড়ে যাবে।
সোমবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার দুই প্রধান বাণিজ্য অংশীদার মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। মেক্সিকো ও কানাডা তাদের অভিবাসন বা মাদক পাচারের মতো বিষয়গুলো সমাধান না করলে এ শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প এ দু্ই দেশের পাশাপাশি চীনের ওপরও শুল্ক আরোপের কথা বলেছেন। তিনি আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফেরার প্রথম দিনই এ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন।