× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্প ক্ষমতায় আসার আগেই দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৩০ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে ‍যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছে। তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইমেইল করে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের আগেই তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে।

আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তিনি হোয়াইট হাউসে ফিরলে অভিবাসীদের গণবিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য দেশটির সামরিক বাহিনীর সহায়তা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

৫ নভেম্বরের ভোটে জয়ের পর ট্রাম্প নিজের সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগ নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ‘উদ্বেগ’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লো ইস্ট। অধ্যাপক ক্লো ইস্ট বলেন, ‘এ মুহূর্তে সব আন্তর্জাতিক শিক্ষার্থীই উদ্বেগে রয়েছেন।’

যুক্তরাষ্ট্রের হায়ার ইডি ইমিগ্রেশন পোর্টালের তথ্যানুযায়ী, ৪ লাখের বেশি অনথিভুক্ত শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় লেখাপড়া করছেন। বিতাড়নের তালিকায় নাম ওঠা অনথিভুক্ত অভিবাসীদের রাখতে বড় ধরনের অবকাঠামো নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্পের হবু প্রশাসনের কর্মকর্তারা।

ট্রাম্পের হবু প্রশাসনে সীমান্ত দেখভালের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা টম হোম্যান। তিনি বলেন, ভয়ংকর অপরাধী এবং যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিতাড়িত করা হবে। যদিও তার এ বক্তব্য উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা অনথিভুক্ত শিক্ষার্থীদের উদ্বেগ কমাতে পারছে না।

অধ্যাপক ইস্ট বলেন, অভিবাসন ঘিরে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তাতে এ মুহূর্তে শিক্ষার্থীরা অবিশ্বাস্য রকম উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অনেক শিক্ষার্থী তাদের ভিসার মেয়াদ ও এখানে লেখাপড়া চালিয়ে যেতে দেওয়া হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন।

এ মাসেই ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। সেখানে তাদের আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার আগেই ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় এখন শীতের ছুটি চলছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ২০১৬ সালে ট্রাম্প প্রশাসন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে ঝুঁকি এড়াতে সতর্কতা হিসেবে গ্লোবাল অ্যাফেয়ার্স অফিস এ ভ্রমণ উপদেশ জারি করছে।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা