প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১১:১১ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বুধবার (২৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন’ সমাপ্তির সংবাদকে তারা স্বাগত জানাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক বিবৃতিতে লেবাননের সরকার, জাতি ও প্রতিরোধের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন করে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতারা নিহত হওয়ার পর ইরান ইসরায়েলকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছিল। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করার পর ইরান ইসরায়েলে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে। যার প্রতিশোধ হিসেবে গত মাসের শেষের দিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়েছে।
সূত্র : আলজাজিরা