যুদ্ধবিরতি শুরু
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১০:৪৪ এএম
ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাবহিনীর মুখপাত্র আভিচে আদ্রেই। বুধবার (২৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার ভোর ৪টায় ইসরায়েল ও লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর পরপরই লেবাননের বেসামরিক নাগরিকদের উদ্দেশে আভিচে আদ্রেই বলেছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাদের বাড়ি ফেরার নিরাপদ তারিখ জানাবে।’
ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র বলেছেন, ‘যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ও এর বিধান অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে তার অবস্থানে প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘ইসরায়েলি সামরিক বাহিনী যে গ্রামগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে সেদিকে বা ওই এলাকায় তাদের দিকে যাবেন না। অপনার ও আপনার পরিবারের সুরক্ষার জন্য ওই এলাকায় যাওয়া এড়িয়ে চলুন।’
সূত্র : আলজাজিরা