× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতকালীন অধিবেশনে ছড়াবে উত্তাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৫:২৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের শীতকালীন সংসদ অধিবেশনে আদানি ঘুষকাণ্ড, মণিপুর পরিস্থিতি ও ওয়াকফ বিল নিয়ে বিরোধিতার আভাস পাওয়া গেছে। সংগত কারণেই অধিবেশন উত্তপ্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। 

ভারতের প্রধানমন্ত্রী বিষয়টি অনুমান করতে পেরে অধিবেশন শুরুর আগে জানান, ‘মানুষ বারবার যাদের প্রত্যাখ্যান করছে, তারাই অন্যের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং সংসদে গোলমাল করছে। এ কারণে নতুন সদস্যরা কথা বলার সুযোগ পাচ্ছেন না। প্রত্যাখ্যাতরা তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সংসদ নিয়ন্ত্রণ করতে চাইছে। অথচ সংসদের কাজ হলো আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে মানুষের সমস্যা তুলে ধরা, বিল পাস করা।’

বিগত অধিবেশনে ওয়াকফ বিল আনা হয়। মুসলমান সমাজের মধ্য থেকে তার তীব্র বিরোধিতা করা হয়। বিরোধী দলগুলোও ধর্মীয় বিষয়ে সরকারি হস্তক্ষেপের বিরোধিতায় সরব হয়। বিলটি আরও বিবেচনার জন্য সরকার সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছিল।

এবারের অধিবেশনে সেই কমিটির সুপারিশ নিয়ে আলোচনার পর ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে ওঠা মণিপুর পরিস্থিতি নিয়েও বিরোধীরা সরব অধিবেশনে আলোচনা তুলবেন। কিন্তু সবচেয়ে উত্তপ্ত হওয়ার শঙ্কা যুক্তরাষ্ট্রে আদানি ঘুষকাণ্ড নিয়ে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত উদ্যোগপতি গৌতম আদানি ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘুষ দিয়ে প্রকল্প আদায় এবং সেই তথ্য গোপন করে বন্ড মারফত যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহের গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই অপরাধে গৌতম আদানি ও তার আত্মীয় সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদানি প্রসঙ্গে আলোচনার দাবি জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় মুলতবি প্রস্তাব পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, আদানিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নীরবতা ও উদাসীনতা বিশ্বের কাছে ভারতের মাথা নিচু করে দিয়েছে। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।

মোদি-আদানি ঘনিষ্ঠতা ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কংগ্রেসসহ বিরোধীরা অনেক দিন ধরেই সরব। কিন্তু ঘটনা হলো, এখনও সংসদের কোনো কক্ষেই আদানি প্রসঙ্গ আলোচিত হয়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে আদানি-মোদি সম্পর্ক নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পদক্ষেপের পর বিজেপি বলেছে, ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে সুপরিকল্পিতভাবে এসব আজগুবি অভিযোগ তোলা হচ্ছে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা