প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ০৯:৪৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চীন, মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেবেন তিনি। মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জানিয়েছেন, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই তিনি মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
তিনি আরও জানিয়েছেন, এ ছাড়া চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যতক্ষণ না চীন সরকার দেশ থেকে সিনথেটিক ওপিওয়েড ফেন্টানিল চোরাচালান বন্ধ করছে।
দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসন ফেন্টানিলে ব্যবহৃত উপাদানগুলোর উৎপাদন বন্ধে বেইজিংকে আরও বেশি কিছু করার আহ্বান জানিয়ে আসছে। ওয়াশিংটনের হিসাব অনুযায়ী, এ ফেন্টানিলের কারণে গত বছর প্রায় ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
সূত্র : বিবিসি