প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৬:৩৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের একটি সুফি মাজারে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে এ বিষয়ে জানিয়েছেন।
মন্ত্রণালয়ের আবদুল মতিন কানি বলেছেন,‘ নাহরিন জেলার প্রত্যন্ত এলাকার একটি মাজারে সাপ্তাহিক আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া সুফিদের ওপর এক ব্যক্তি গুলি চালিয়ে ১০ জন হত্যা করেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা যিনি হামলায় হতাহতদের পরিচিত,তিনি এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েদ পাচা আঘা মাজারে মুসল্লিরা জড়ো হয়েছিলেন। তারা যখন সুফি স্লোগান শুরু করে ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি কয়েক ডজন মুসল্লিকে গুলি করে।
তিনি আরও বলেন,‘লোকজন যখন ফজরের নামাজের জন্য আসে তখন তারা মরদেহগুলো দেখতে পায়।
আফগানিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানে নিয়মিতই সুফি আচার-অনুষ্ঠান বা জামায়েতের সময় অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। কেননা, দেশটিতে বর্তমানে তালেবান শাসন বিদ্যমান। তালেবান কর্তৃপক্ষ ইসলামী আইন বা শরিয়ার কঠোর ব্যাখ্যা চাপিয়ে দিয়েছে দেশের জনগণের ওপর। যা সুফিবাদ থেকে ভিন্ন।
২০২২ সালের এপ্রিলে কুন্দুজ প্রদেশে শুক্রবারের নামাজের সময় একটি সুফি মসজিদকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে শিশুসহ ৩৩ জন নিহত হয়েছিল।
সূত্র : দ্য হিন্দু, জিও নিউজ