× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ বিষয়ে জানয়েছেন।

রাজ্যটির মুখ্যমন্ত্রীর কার্যালয় নিহত মাওবাদী বিদ্রোহীদের সংখ্যা নিশ্চিত করেছে। কার্যালয়টি আরও জানিয়েছে, শুক্রবার সকালে ছত্তিশগড়ের সুকমা জেলায় একটি বড় অভিযান শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীল তল্লাশি অভিযানে অন্তত ১০ মাওবাদী নিহত হয়েছেন। এছাড়া, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বন্দুকও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের মহাপরিদর্শক পি সুন্দররাজ সাংবাদিকদের বলেছেন,‘আমরা বন্দুকযুদ্ধের এলাকা তল্লাশি চালিয়ে যাচ্ছি।’   

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন,‘সরকার নকশালবাদের (মাওবাদী) বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।’

মাওবাদী বিদ্রোহীরা তিন দশক ধরে সরকারের বিরুদ্ধে গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালিয়ে আসছে। বিশেষ করে ভারতে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে। যার ফলে উভয় পক্ষের মধ্যে পর্যায়ক্রমে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটছে। মাওবাদীরা জানয়েছে, তারা ভারতের দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করছে।

সম্প্রতি রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নকশাল নিহত হয়েছেন। গত মাসেও নিরাপত্তা বাহিনী একই ধরনের অভিযান পরিচালনা করেছিল। সে অভিযানে অন্তত ৩৮ বিদ্রোহী নিহত হয়েছেন।

সূত্র : আনাদুলু, রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা