প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৪:১৯ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেপ্তার হতে পারেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। শুক্রবার (২২ নভেম্বর) এমনটাই ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্যের সরকার।
ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ পরিচালনার দায়ে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একইসঙ্গে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও ইসরায়েলের দাবি, গত জুলাই মাসে হামলায় দেইফ মারা গেছেন।
যুক্তরাজ্যের পুলিশ নেতানিয়াহুকে আটক করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে রাজি হননি দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের মুখপাত্র
কিন্তু তিনি বলেছেন,‘যুক্তরাজ্য সবসময় অভ্যন্তরীণ আইন ও আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত আইনি বাধ্যবাধকতা মেনে চলবে।’
পরোয়ানা জারির আদেশে আইসিসির বিচারকরা বলেছেন, ‘নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজায় মানুষকে অনাহারে রাখা এবং ফিলিস্তিনিদেরকে নিপীড়নের অপরাধে দায়ী, সেটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি আছে।’
যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্য সদস্যদেশগুলো চুক্তি অনুযায়ী এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।
যুক্তরাজ্যের আইসিসি অ্যাক্ট ২০০১-এ বলা হয়েছে, সর্বোচ্চ এ আদালত যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, তাহলে একজন মনোনীত মন্ত্রী অনুরোধটি ও এ সঙ্গে থাকা নথিগুলো একজন উপযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠান। ওই বিচার বিভাগীয় কর্মকর্তা পরোয়ানাটি যুক্তরাজ্যে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেন।
সূত্র : এনডিটিভি