প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১২:৪২ পিএম
স্কট ব্যাসেন্ট। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন অর্থমন্ত্রী হিসেবে ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দেবেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শুক্রবার অর্থমন্ত্রীর পদে ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সোশ্যাল ট্রুথে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন,‘বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’
অর্থমন্ত্রী হিসেবে ব্যাসেন্ট কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থ ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নেতৃত্ব দেবেন।
একসময় জর্জ সোরোসের জন্য কাজ করেছেন ব্যাসেন্ট। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের প্রথম থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, ট্রাম্প 'ডি-রেগুলেশন, স্বল্প ব্যয়ের জ্বালানি ও স্বল্প করের মাধ্যমে নতুন স্বর্ণযুগের সূচনা করবেন।
ব্যাসেন্টকে মনোনয়নের মাধ্যমে অর্থনৈতিক, নিয়ন্ত্রক ও আন্তর্জাতিক বিষয়গুলার ওপর বিশাল প্রভাবসহ মন্ত্রিসভার পদের জন্য হাই প্রোফাইল প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে লড়াই করার দিনগুলোর অবসান ঘটিয়েছেন ট্রাম্প।