প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১১:৪১ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৩:০০ পিএম
জ্যানেট নেশেওয়াত। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পারিবারিক মেডিসিন চিকিৎসক ও ফক্স নিউজের কন্ট্রিবিউটার ডা. জ্যানেট নেশেওয়াতকে দেশটির নতুন সার্জন জেনারেল হিসেবে বেছে নিয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) তিনি এ নিয়োগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প নেশেওয়াতের প্রশংসা করে বলেছেন, ‘ডাক্তার নেশেওয়াত প্রতিরোধমূলক ওষুধ ও জনস্বাস্থ্যের একজন অসাধারণ প্রবক্তা ও শক্তিশালী যোগাযোগকারী। তিনি আমেরিকানদের সাশ্রয়ী মূল্যের, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ট্রাম্প নেশেওয়াতের বিষয়ে জানিয়েছেন, তিনি (নেশেওয়াত) প্রত্যেক ব্যক্তির ক্ষমতায়নে বিশ্বাসী। যাতে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তারা নিজেরাই নিজেদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি কোভিড-১৯ মহামারির সময় রোগীদের চিকিৎসা করেছেন। হারিকেন ক্যাটরিনা ও জোপলিন টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের যত্ন নিয়েছেন। মরক্কো, হাইতি ও পোল্যান্ডে যত্ন প্রদানকারী সামারিটানস পার্স দুর্যোগ ত্রাণ সংস্থার জন্য কাজ করেছেন।
নেশেওয়াতকে বেছে নেওয়ার মাধ্যমে ট্রাম্প তার নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে টেলিভিশন ব্যক্তিত্বদের মনোনয়ন দেওয়ার প্রবণতা অব্যাহত রেখেছেন।
সূত্র : জিও নিউজ