× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুশরা বিবির দাবি

ইমরানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১০:১০ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৪ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (বাঁ দিকে) ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (বাঁ দিকে) ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) হঠাৎ একটি ভিডিওবার্তায় দাবি করেছেন, তার স্বামী ইমরান খান খালি পায়ে মদিনায় যাওয়ায় তার ওপর ক্ষুব্ধ হয়েছিল সৌদি আরব। এই ঘটনার পর সৌদি আরব থেকে সাবেক সেনাপ্রধান কামারখান বাজওয়ার কাছে ফোন আসা শুরু করে বলেও দাবি করেছেন তিনি। এর মাধ্যমে মূলত ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদির হাত আছে বলে ইঙ্গিত দিয়েছেন বুশরা। তার এমন মন্তব্যের পর পাকিস্তান জুড়ে তোলপাড় চলছে। 

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ ক্ষমতাসীন দলের সবাই বেশ সমালোচনা করেছেন। সৌদি আরবকে নিয়ে ‘কটু মন্তব্য’ করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শেহবাজ। অপরদিকে বুশরা বিবির এই অভিযোগকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন সাবেক সেনাপ্রধান বাজওয়া।

বুশরা এমন অদ্ভুত দাবি করে ভিডিওবার্তায় বলেনÑ ইমরান খান যখন খালি পায়ে মদিনায় গিয়েছিল। তৎকালীন সেনাপ্রধান তখন ফোন পাওয়া শুরু করেন। তাকে (বাজওয়া) প্রশ্ন করা হয়Ñ এই ব্যক্তি কে যাকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন। আমরা এ ধরনের ব্যক্তিত্বসম্পন্নকে চাই না। এরপর থেকে তারা (সৌদি) আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও ইমরানকে ইহুদির দালাল হিসেবে অভিহিত করা শুরু করে। পাকিস্তানের সরকার বলছেÑ বুশরা বিবির এই মন্তব্য একটি ‘আত্মঘাতী বক্তব্য’। এর মাধ্যমে সৌদির সঙ্গে পাকিস্তানের যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে, সেটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

ইমরান খান মদিনায় খালি পায়ে হাঁটার পর সৌদি থেকে কোনো ফোন আসেনি দাবি করে সাবেক সেনাপ্রধান বাজওয়া বলেছেনÑ সৌদি আরব পাকিস্তানের বন্ধু ও উপকারী। পাকিস্তানের পুরো ইতিহাসে সৌদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনটি ইমরান খানের আমলেও হয়েছে। বুশরা বিবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আগামী ২৪ নভেম্বর পুরো দেশে সভা-সমাবেশ করবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। এই সমাবেশের ওপর বুশরার এ মন্তব্যের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন দলটির নেতাকর্মীরা।

সূত্র : দ্য ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা