× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে অনূঢ়ার জোটের বিপুল জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৪:৩৬ পিএম

শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। এর মাধ্যমে জয় নিশ্চিত করেছে জোটটি। শুক্রবার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ফলাফলে এ বিষয়টি স্পষ্টত হয়ে উঠেছে। এ জয়ের মাধ্যমে তারা দ্বীপরাষ্ট্রটিতে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতাও অর্জন করেছে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের আগাম নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির নতুন বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। কারণ ভেঙে দেওয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) আসন ছিল মাত্র ৩টি। স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি ‘জাতীয়ভিত্তিক আসন’। এগুলো রাজনৈতিক দলগুলো পায় ১৯৬ আসনে প্রাপ্ত ভোটের হিস্‌সা অনুযায়ী।

শুক্রবারের ব্যালট গণনায় দেখা গেছে, ১৯৬ আসনের মধ্যে বামপন্থি এনপিপি জোট ১৩৭টিতে জয় পেয়েছে। অর্থাৎ জোটটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে।

অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) ৩৫টি আসনে জয় পেয়েছে।

পার্লামেন্টে এনপিপির আসনসংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা