× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের ফলে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (শুক্রবার) থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। তবে, বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান চলছে অনলাইনে। 

এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলোনা সিং জানিয়েছেন, বায়ুদূষণের কারণে শহর ঘন ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। 

দিল্লি ও এর আশেপাশের শহরগুলোতে অনুভূত দূষণের মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। 

বৃহস্পতিবার দেখা গিয়েছে, বাতাসে যে পরিমাণ সূক্ষ্ম কণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিরাপদ বলে বিবেচনা করে দিল্লির বাতাসে তার চেয়ে ৫০ গুণেরও বেশি সূক্ষ্ম কণা বিদ্যমান ছিল।

তাপমাত্রা হ্রাস, ধোঁয়া, ধূলিকণা, বাতাসের কম গতি, যানবাহন থেকে ধোঁয়া নির্গমন ও ফসলের খড় পোড়ানোর কারণে শীতকালে দেশটির রাজধানী ও উত্তরের রাজ্যগুলো প্রতি বছর এমন পরিস্থিতির মুখোমুখি হয়। 

এছাড়া কর্তৃপক্ষ দিল্লির এ পরিস্থিতির উন্নতি ঘটাতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে।

আজ সকাল ৮টা থেকেই দূষণ মোকাবিলায় তৃতীয় স্তরের সতর্কতা জারি হয়েছে। যা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩ নামেও পরিচিত। আবার এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে। যার ফলে এই মুহূর্তেই আবশ্যক না এমন নির্মাণ ও ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা