প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১১:৪৪ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৪:৪৮ পিএম
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ইরানের দুজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ইরাভানি ও মাস্কের মধ্যকার বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এটি একটি গোপন স্থানে অনুষ্ঠিত হয়েছে। তারা এ বৈঠকটিকে ‘ইতিবাচক’ ও সুসংবাদ বলে অভিহিত করেছেন।
মাস্ক ও ইরাভানির মধ্যে এ ধরনের কোনো বৈঠক আদৌ হয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্পের যোগাযোগম পরিচালক স্টিভেন চেউং বলেন,‘ আমরা ব্যক্তিগত বৈঠকের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করি না।’
মাস্ককে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হয়েছে। তবে তিনি এতে কোনো সাড়া দেননি।
সূত্র : রয়টার্স