× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলা ঠেকাতে ইরানে টানেল নেটওয়ার্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ০৯:০৭ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১১:২৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক। এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান। 

ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলছে, ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধাসহ একটি টানেল (নেটওয়ার্ক) তৈরি করা হচ্ছে। ইরানের শীর্ষ নেতাদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ।’ 

তিনি জানিয়েছেন, এই টানেলের একপ্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে।

ইরানে হামলার জন্য ইসরাইয়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল সালামি। ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করার আভাসও পাওয়া গেছে ইরানে। দেশটিতে যেকোনো হামলা প্রতিরোধের জন্য টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হবে। 

এরই মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেন, তোমাদেরকে (ইসরায়েল) কঠিন শাস্তি দেওয়া হবে। প্রতিশোধের জন্য অপেক্ষা করো।

বৃহস্পতিবার ‘নাসরাল্লাহ’ নামে একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এ হুমকি দেন। সালামি আরও বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব ও মুসলিমদের ওপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না।

মহড়া শুরুর আগে তিনি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের ওপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠে পড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা কখনও আত্মসমর্পণ করে না। তিনি বলেন, এ অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে। তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর ওপর অপূরণীয় আঘাত হানছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা