প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১২:২৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকার ইসরায়েলের চেয়ে তার নিজের দেশের জনগণকে বেশি ভয় পায়। মঙ্গলবার (১২ নভেম্বর) ইরানিদের উদ্দেশে দেওয়া সরাসরি বার্তায় এ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একটি ভিডিও বার্তায় ইরান সরকার জনগণকে ভয় পায় এ বিষয়ের উল্লেখ করে নেতানিয়াহু বলেছেন, ‘এ কারণেই তারা আপনাদের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে।’
ইরানের নারী অধিকার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘বেশ, আমি আপনাদের বলতে চাই যে আপনাদের স্বপ্নগুলো মরতে দেবেন না। আমি ফিসফিস শুনতে পাই : নারী, জীবন, স্বাধীনতা। জান, জিন্দেগি, আজাদি।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আশা ছাড়বেন না। আর জেনে রাখুন, ইসরায়েল ও মুক্তবিশ্বের অন্যরা আপনাদের পাশে রয়েছে।’
তার বার্তায় তিনি ১ অক্টোবর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এতে আপনার মূল্যবান অর্থের প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হলেও ইসরায়েলের সামান্য ক্ষতি হয়েছে।’
প্রসঙ্গত, ইরানের ব্যালিস্টিক হামলার জবাবে ২৬ অক্টোবর ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।
নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে আরও বলেন,‘আমি জানি আপনারা যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণও এ যুদ্ধ চায় না।’
এর আগে তিনি ইরানের জনগণের পাশাপাশি সরাসরি গাজা ও লেবাননের বেসামরিক নাগরিকদের উদ্দেশেও আহ্বান জানিয়েছিলেন।
তিনি খামেনির সরকারের যুদ্ধে অর্থ ব্যয়ের কথা উল্লেখ করে বলেন ,‘ইরানের জনগণের জীবন ভিন্ন হতে পারতো যদি দেশটি স্বাধীন হতো ও যুদ্ধের পরিবর্তে শিক্ষা, সড়ক, পানি ও হাসপাতালে অর্থ ব্যবহার করা যেত। কিন্তু খামেনির সরকার প্রতিদিনই তা অস্বীকার করছে। তারা ইরানকে গড়ার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে মত্ত রয়েছে।’
তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে আরও বলেন,‘আমি জানি আপনারা যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণও এ যুদ্ধ চায় না।’
নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশে আরও বলেন, ‘আমি জানি আপনারা যুদ্ধ চান না। আমিও এ যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণও এ যুদ্ধ চায় না।’
সূত্র : রয়টার্স