প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১১:১০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:০০ পিএম
ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার একটি প্রচারাভিযানের সময় ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
হেগসেথ যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের একজন সঞ্চালক। তা ছাড়া তিনি দীর্ঘদিন দেশটির সেনাবাহিনীতেও কাজ করেছেন। এর আগে তিনি মিনেসোটায় সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছিলেন।
হেগসেথের কথা উল্লেখ করে মঙ্গলবার বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘পিট শক্তসমর্থ, স্মার্ট ও “আমেরিকা প্রথম” নীতিতে একজন সত্যিকারের বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমাদের সেনাবাহিনী আবারও দুর্দান্ত হয়ে উঠবে। আর আমেরিকা কখনও পিছু হটবে না। আর এ বিষয়ে আমেরিকার শত্রুদের সতর্ক করা হচ্ছে।’
ইউক্রেন ও গাজা যুদ্ধ এখন তুঙ্গে। এ মুহূর্তে ট্রাম্পের মন্ত্রিসভায় হেগসেথের নিয়োগ সবচেয়ে প্রত্যাশিত বিষয়।
সূত্র : বিবিসি