প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ০৯:১৩ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বর্তমানে কোনো বাধা দিচ্ছে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ত্রাণ সংস্থাগুলো এ বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাইডেনের প্রশাসন এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইসরায়েল এখন গাজায় সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে না। আর তাই দেশটি যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করছে না। তবে ওয়াশিংটন এ কথাও স্বীকার করেছে যে গাজার মানবিক অবস্থা এখনও ভয়াবহই রয়ে গেছে।
১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তাদের ইসরায়েলি প্রতিপক্ষকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতিতে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে। সেপ্টেম্বরে ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক সহায়তার চলাচল হয় প্রত্যাখ্যান করেছে, নয় বাধা দিয়েছে।
চিঠিতে গাজায় মানবিক ত্রাণ সহায়তার প্রবেশাধিকার জোরদার করতে ইসরায়েলকে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। আর বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহায়তার আইনি পদক্ষেপ এড়াতে ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে জরুরি পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার চিঠিতে উল্লিখিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় স্টেট ডিপার্টমেন্টের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ সহায়তার প্রবেশাধিকার জোরদার করতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া ওয়াশিংটন গাজার পরিস্থিতি মূল্যায়ন করা অব্যাহত রাখবে। তবে চিঠিতে উল্লেখিত যুক্তরাষ্ট্রের আইনি পদক্ষেপ গ্রহণ না করার মতো মানদণ্ড ইসরায়েল পূরণ করতে পেরেছে কিনা সে প্রশ্নের উত্তর দিতে বারবার অস্বীকার জানিয়েছেন তিনি।
এদিকে, অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনসহ আটটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবারের সময়সীমা পেরিয়ে গেলেও ইসরায়েল তাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।