× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্টি প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ২০:৪৮ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ২০:৫০ পিএম

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি (ডিপিপি) প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবারের (২৬ নভেম্বর) স্থানীয় নির্বাচনে ডিপিপির ভরা ডুবির পর তিনি এ ঘোষণা দেন। তবে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন সাই ইং-ওয়েন। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শনিবারের (২৬ নভেম্বর) স্থানীয় নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি খারাপ করে সাই ইং-ওয়েনের পার্টি ডিপিপি। চীনপন্থী বিরোধী দল এ নির্বাচনে ভালো করে। এতে করে চাপে পড়েন সাই ইং-ওয়েন। এ অবস্থায় শনিবার বিকেলে পাটি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 

রাজধানী তাইপেতে সাই ইং-ওয়েন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের ফল আশানুরূপ হয়নি। এ ব্যর্থতার সব দায় আমার। ব্যর্থতার দায় নিয়ে ডিপিপির প্রধানের পদ থেকে আমি সরে দাঁড়ালাম। 

সাই ইং-ওয়েন ২০১৬ সাল থেকে তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার আমলে চীনের সঙ্গে দ্বীপটির সম্পর্ক খারাপ হয়েছে। ভালো হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা