প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
গাজার উত্তর জাবালিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী, এতে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৫৫২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৫ জন ফিলিস্তিনি। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১১৩৯ জনকে হত্য এবং ২০০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
এদিকে সাধারণ মানুষের পাশাপাশি গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে হত্যাকাণ্ডর শিকার হয়েছেন সাংবাদিকও। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় ১৮৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।