প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১২:৪৯ পিএম
নিকি হ্যালি ও মাইক পম্পেও। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ। তবে নতুন প্রশাসনে থাকছেন না রিপাবলিকান দলের নেতা ও প্রেসিডেন্ট পদে তার সাবেক প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন সিদ্ধান্ত জানান।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নতুন প্রশাসনে আমন্ত্রণ জানাব না। তাদের সঙ্গে কাজ করার সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
হ্যালি ২০১৭ এবং ২০১৮ সালে ট্রাম্পের অধীনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক এই গভর্নর এই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কমলা হ্যারিসের বিরুদ্ধে তাকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানান।
পম্পেও ট্রাম্পের প্রশাসনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল তাকে।
এদিকে আগামী বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, বাইডেন ও ট্রাম্প আগামী বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন।