প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১২:২৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১২:৪৩ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সাত সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোই রিপাবলিকান পার্টির দখলে গেল। আর এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সমাপ্ত হলো।
পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা ও অ্যারিজোনা– এই সাত সুইং স্টেটসহ ৫০টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি জিতেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হলে ট্রাম্পের সংগ্রহ দাঁড়ায় ৩১২। এটি মার্কিন প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০ থেকে অনেক বেশি। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট।
অ্যারিজোনায় জেতার মাধ্যমে রিপাবলিকানরা তাদের হারানো রাজ্য ফিরে পেল যেন। ২০২০ সালে রাজ্যটিতে জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের জন্য এটি এ রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজয়। তিনি ২০১৬ সালে এ রাজ্যে জিতেছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।
গত জুলাইয়ে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন। নির্বাচনের আগে অধিকাংশ জরিপে কমলা হ্যারিস এগিয়ে ছিলেন। সুইং স্টেটগুলোতেও ডেমোক্র্যাটদের এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফরে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসও ট্রাম্পের জয় মেনে নিয়েছেন।