প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। একজন প্রার্থীকে জয়ী হতে হলে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। ট্রাম্প ২৭৭টি পেয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।
চলতি বছরের শুরুর দিকে তাকে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। তখন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সঙ্গে বিতর্কের পর থেকে তার ভাগ্য ঘুরে যায়। ট্রাম্প বাজিমাত করেন। বিতর্কের পর বাইডেন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। শেষমেষ নিজ দলের চাপের মুখে পড়ে গত জুলাইয়ে এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। তার স্থানে ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হন কমলা হ্যারিস।
কমলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রথম দিকে ট্রাম্প এগিয়ে থাকলেও পরে আবার কমলা এগিয়ে যান। তবে নির্বাচনের কয়েক দিন আগের জরিপগুলোয় আবার ট্রাম্পকে এগিয়ে থাকতে দেখা যায়। তখন তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হয়।
তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র চারমাস সময় পেয়েছিলেন কমলা। ফলে তিনি শেষ পর্যন্ত আর সুবিধা করে উঠতে পারেননি। ২২৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। বিজয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প।
সূত্র : আলজাজিরা