প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের দিকে এগোতে থাকায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো বুধবার (৬ নভেম্বর) ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি মার্কিন ডলারও শক্তিশালী হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এই নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। বিবিসির মার্কিন পার্টনার সিবিএস-এর পূর্বাভাসে রিপাবলিকান পার্টির সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা দেখা গেছে। যদিও এখনও কিছু ভোট গণনা বাকি।
জাপানে মূল সূচক নিখেই ২২৫ এদিন ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ ঊর্ধ্বে ছিল। তবে চীনের শাংহাই কম্পোজিট সূচক স্থির থাকলেও হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ দশমিক ৫ শতাংশ কমে যায়।
মার্কিন প্রধান শেয়ারবাজারগুলোও ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার ডাউ জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক ১ শতাংশের ঊর্ধ্বে বন্ধ হয়েছিল। এর পাশাপাশি বিটকয়েন রেকর্ড ৭৫ হাজার ডলারের বেশি ছুঁয়েছে।
ডলারও অন্যান্য মুদ্রার তুলনায় ১ দশমিক ৫ শতাংশ শক্তিশালী হয়েছে। টেসলার ফ্রাঙ্কফুর্ট-তালিকাভুক্ত শেয়ারও ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষ শেয়ারহোল্ডার ইলন মাস্ক ট্রাম্পের প্রচারণায় সমর্থন জানিয়েছেন।
নির্বাচিত হলে ট্রাম্প চীনের ওপর বাণিজ্য শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মুডিস অ্যানালিটিকস-এর অর্থনৈতিক গবেষণা পরিচালক ক্যাটরিনা এল বলেছেন, ট্রাম্পের বাণিজ্য নীতি মূলত এশিয়া অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করছে। আমদানিতে আরও কঠোর শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির আরও স্বতন্ত্র অবস্থান চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে তাইওয়ান রক্ষায় তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে। স্ব-শাসিত এই দ্বীপ বিশ্বব্যাপী প্রযুক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ চিপ সরবরাহকারী।
একই সময়ে ট্রাম্পের কর কমানোর এজেন্ডা বড় মার্কিন কোম্পানিগুলোর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ট্রাইবেকা ইনভেস্টমেন্ট পার্টনার্সের পোর্টফোলিও ম্যানেজার জুন বেই লিউ বলেন, ট্রাম্প নির্বাচিত হলে বাণিজ্য-বান্ধব নীতি ও কর কমানোর সম্ভাবনা রয়েছে, যা মুদ্রাস্ফীতির প্রবণতা তৈরি করতে পারে।