× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৮ পিএম

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি : সংগৃহীত

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় থেকে ৩ ভোট পিছিয়ে রয়েছেন। তার পরও নিজেকে ইতোমধ্যে বিজয়ী ঘোষণা করে ফেলেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

ফক্স নিউজে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা দেওয়ার পরা ট্রাম্প ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণ রাখেন। 

ট্রাম্পের সঙ্গে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা মঞ্চে উপস্থিত হন। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন।

বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেছেন,‘একদিন আপনারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবেন। আর এই দিনটিকে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।’

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের কাছ থেকে তার দলের হাতে যাওয়ার বিষয়ে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা আমাদের একটি নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

ভাষণের সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। আর তাকে ‘ফার্স্ট লেডি’ বলে অভিহিত করে তার বইয়ের প্রশংসা করেন।তিনি জানান মেলানিয়ার বইটি তার দেশের এক নম্বর বেস্ট সেলার বই। ট্রাম্প বলেন, ‘তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।’

এছাড়া তিনি ধনকুবের ইলন মাস্কেরও প্রশংসা করেছেন তার ভাষণে।

ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭ ভোট পেয়েছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ভোট। ট্রাম্পের থেকে ৪৩ ভোটে পিছিয়ে তিনি।

সূত্র : আলজাজিরা, বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা