প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৫:১০ পিএম
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন বলে আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবাদমাধ্যম এখন পর্যন্ত এমন তথ্য প্রচার করেনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। মোট ৫০টি অঙ্গরাজ্য এ ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি– দুই দলেরই ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয়পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে চলছে তুমুল লড়াই। এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।
এদিকে ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদর দপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদর দপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণের কানায় কানায় পরিপূর্ণ এ জায়গায় ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়।