প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৫৫ পিএম
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এক পা দুই পা করে জয়ের দিকে এগিয়েই যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। যার মধ্যে ইতোমধ্যে ২৪৮ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ২২ ভোট।
সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ফলাফল প্রকাশ পেয়েছে। দুটিতেই জয়লাভ করেছেন তিনি; যা তার জয়কে আরও ত্বরান্বিত করেছে।
অন্যদিকে কমলা হ্যারিস এখন অবধি ২১৪ ভোট পেয়েছেন। ট্রাম্পের তুলনায় অনেকখানি পিছিয়ে রয়েছেন তিনি। তাই এবারের নির্বাচনে তার জয়ের সম্ভাবনা কম।
সূত্র : আলজাজিরা