প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১২:৪১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম
ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে। এ রাজ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
নিউ হ্যাম্পশায়ারে জয়ের ফলে কমলার ঝুলিতে যুক্ত হয়েছে আরও চারটি ইলেকটোরাল ভোট। এতে এখন অবধি তার প্রাপ্ত মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা বেড়ে ২১৪-তে দাঁড়িয়েছে। জয়লাভ করতে তার আরও প্রয়োজন ৫৬টি।
অন্যদিকে ট্রাম্প এখন পর্যন্ত ২৪৭টি ভোট নিশ্চিত করেছেন। যার ফলে তার সঙ্গে কমলার ৩৩টি ইলেকটোরাল ভোটের ব্যবধান তৈরি হয়েছে।
সূত্র : আলজাজিরা