প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয় দোদুল্যমান রাজ্যেও জয়লাভ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দোদুল্যমান রাজ্য সাতটি। যার মধ্যে দুটির ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথমে নর্থ ক্যারোলাইনার ফলাফল প্রকাশিত হয়। এরপর প্রকাশিত হলো জর্জিয়ার। দুটিতেই কমলাকে হারিয়েছেন ট্রাম্প।
জর্জিয়ায় জয়ের ফলে ট্রাম্পের ঝুলিতে পড়েছে আরও ১৬টি ইলেকটোরাল ভোট। এখন ট্রাম্পের পক্ষে মোট ২৪৭টি ইলেকটোরাল ভোট রয়েছে। ম্যাজিক সংখ্যা অর্জনের জন্য তার আরও প্রয়োজন ২৩টি ভোট।
সূত্র : আলজাজিরা