প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১০:৪৩ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১১:০৪ এএম
প্রবা গ্রাফিক্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ গণনাকৃত ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। ট্রাম্প ইতোমধ্যে ২৩০টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। জয়লাভের জন্য তার আরও ৪০টি ভোটের প্রয়োজন। অন্যদিকে তার থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন কমলা। তিনি ২০৫টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। তবে তার পক্ষে ভোট ধীরে ধীরে বাড়ছে।
ট্রাম্প এখন অবধি ৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ২৭০ ভোট পেয়েছেন; যা এখন পর্যন্ত মোট গণনাকৃত ভোটের ৫১ দশমিক ০৫ শতাংশ। এদিকে কমলা ৫ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। তিনি গণনাকৃত ভোটের ৪৭ দশমিক ৫৬ শতাংশ পেয়েছেন।
ভোট গণনা এখনও চলমান রয়েছে। তাই শেষমেশ কে বিজয়ী হবেন বলা মুশকিল।
সূত্র : আলজাজিরা