প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ০৯:৫৪ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১১:০৩ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁ দিকে) ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির নিরাপত্তা বিষয়ে তাদের মতপার্থক্যের কথা উল্লেখ করে মঙ্গলবার (৫ নভেম্বর) নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জনসমক্ষে একটি বরখাস্তের চিঠি প্রকাশিত হয়েছে। সে চিঠিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্যালান্টকে জানিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে তার (গ্যালান্টের) মেয়াদ শেষ হবে।
একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘কয়েক মাস ধরে আমার আর প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আস্থা নষ্ট হয়ে গেছে। সামরিক অভিযান পরিচালনা, বিবৃতি ও পদক্ষেপের সঙ্গে উল্লেখযোগ্য পার্থক্য দেখা দিয়েছে; যা সরকার ও মন্ত্রিসভার সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।’
তিনি আরও বলেন ,‘এ সংকট সামরিক অভিযান যথাযথভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় না।’
গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তবে কাটজের সিনিয়র সামরিক অভিজ্ঞতা সীমিত। তাই তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদে আনার সিদ্ধান্তটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।
সূত্র : সিনহুয়া