× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৫:২৫ পিএম

ছবি: এএফপি

ছবি: এএফপি

পূর্ব ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবিতে লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লাভার ছাই ও ধোঁয়ার একটি দীর্ঘ মেঘ এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করতে বাধ্য হয়।

সোমবার (৪ নভেম্বর) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি স্থানীয় সময় গতকাল রবিবার অগ্ন্যুৎপাত শুরু হয়। 

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই অগ্ন্যুৎপাতে অন্তত ১০ হাজার ২৯৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

অগ্নুৎপাতের পর মাউন্ট লেওটোবির সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা। পাশাপাশি, নিষিদ্ধ অঞ্চলের সীমা সাত কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, ওয়ুলাঙ্গিতাং জেলায় প্রায় ১০ হাজার মানুষ এই অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলুলেরা, নাওকোটে, হকেং জয়া, ক্লাটানলো, বোরু ও বোরু কেদাং গ্রামের বাসিন্দারা তাদের আতঙ্কের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, আগ্নেয়গিরি থেকে ছুটে আসা আগুনে বেশ কয়েকটি কাঠের বাড়ি পুড়ে যায় এবং বেশ কয়েকটি স্থান ছাইয়ে ঢেকে গেছে।

বিএনপিবি সতর্ক করে বলেছে, প্রবল বৃষ্টির কারণে লাভা স্রোতের আশঙ্কা রয়েছে। ছাই থেকে সুরক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতে ২৪ জনের মৃত্যু হয়েছিল। 

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা