প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার আগেই করেছেন। শনিবার সে অঙ্গীকারে পুনরাবৃত্তি করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা, উভয়ের জন্যই বদলা নেবে তেহরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক- উভয় শত্রুদের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।
গত ২৬ অক্টোবর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর বদলা হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।
২৬ অক্টোবরের হামলার কোনো জবাব দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল।
আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে ইরানের কাছ থেকে এমন হুমকি এল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের রাজনৈতিক-সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছিল। তবে এক মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে। গাজাভিত্তিক ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহ উভয়ে ইরানের মিত্র।
এদিকে ইরানকে ইসরায়েলে হামলার ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে যে, ইসরায়েলের ওপর আরেকটি হামলা চালালে তারা ইসরায়েলকে থামাতে পারবে না। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটি একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা ইরানকে জানিয়েছি, ইসরায়েলকে আমরা থামাতে পারব না। পরবর্তী হামলাটি আগের মতো নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে, তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের নেই।
সূত্র মতে, ইরানকে এই বার্তাটি সরাসরি জানানো হয়েছে। তবে, ইসরায়েলি সূত্রের মতে, বার্তাটি ইরানে পৌঁছানো হয় সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এএফপি।